সরফরাজকে বকা রোহিত শর্মার

- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: ইংল্যাণ্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে জয়ের সামনে ভারত। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ১৫২ রান। হাতে রয়েছে সবকটি উইকেট। ধ্রুব জুরেলের লড়াকু ৯০ এবং তারপরে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের স্পিনে কুপোকাত হয় ইংরেজরা। এ দিকে, রবিবার কোনও রকম গার্ড ছাড়া ফিল্ডিং করতে গিয়ে অধিনায়ক রোহিত শর্মার বকা খেলেন সরফরাজ খান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এক সময় সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন সরফরাজ। তাঁর মাথায় হেলমেট ছিল না। ছিল না অ্যাবডোমেন গার্ডও। যা দেখে সরফরাজের দিকে রাগত ভাবে এগিয়ে এসে রোহিত বলেন, “ভাই হিরো হওয়ার চেষ্টা করিস না।” অধিনায়কের বকা শুনে সরফরাজ তড়িঘড়ি এক সতীর্থকে হেলমেট ও অ্যাবডোমেন গার্ড নিয়ে আসার ইশারা করেন সরফরাজ। দেখা যায় কে এস ভরত সেগুলি নিয়ে আসছেন। সেগুলি পরে নিয়ে ফের ফিল্ডিংয়ে মন দেন সরফরাজ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।