সরকার প্রধান হয়েও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করে নজির গড়েছেন শেখ হাসিনা, মন্তব্য ওবায়দুল কাদেরের

- আপডেট : ৭ জানুয়ারী ২০২৪, রবিবার
- / 8
ঢাকা, ৭ জানুয়ারি: শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন, সরকার প্রধান হয়েও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমনই মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আয়োজিত সংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘একটি সফল সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। সেই জন্য আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি নির্বাচনে যুক্ত সমস্ত সরকারি কর্মী, আমলা, পুলিশ ও সেনারা যথাযথ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, ‘আজকে সারাদেশে এতগুলো নির্বাচন হল। দেশে বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সহিংসতা বলেন, সংঘাত বলেন প্রকটভাবে এটার কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি। একটিমাত্র মৃত্যু ঘটেছে এবং এটা ইলেকশন রিলেটেড। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’