১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরবে রমযান শুরু শনিবার

মাসুদ আলি
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্ক : রমযানের প্রথম চাঁদ দেখার জন্য উৎসুক বিশ্বজাহানের মুসলিম সম্প্রদায়। মুসলিম দেশগুলি সরকারি ব্যবস্থাপনায় চাঁদ দেখার জন্য টিম তৈরি করেছে। আগের মাস শাবানের ২৯ দিন হওয়ায় চাঁদ দেখার জন্য আগ্রহী সব মুসলিম দেশ। শুক্রবার রমযানের চাঁদ দেখা গেল সউদি আরবে। সউদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে চাঁদ দেখা দেওয়ায় প্রথম রোযা শনিবার ২ এপ্রিল।

চাঁদ দেখার জন্য একটি বিশেষ টিম ও সরকারি ব্যবস্থাপনা রয়েছে মুসলিম দেশগুলিতে। সউদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা করে। তেমনিই আরব আমিরাতে বিচার মন্ত্রী আবদুল্লাহ সুলতান বিন আওয়াদের অধীন চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে চাঁদ দেখতে পাওয়ায় রমযান শুরু হচ্ছে শনিবার। শুক্রবার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মিশর ও অস্ট্রেলিয়াও।

অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ঘোষণা করেছে, সমস্ত প্রশংসা প্রতিপালক আল্লাহ্তায়ালার এবং শান্তি বর্ষিত হোক আল্লাহ্র নবী মুহাম্মদ সা.-র উপর এবং তাঁর পরিবার ও সঙ্গী-সাথিদের উপর। অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ইমামদের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করেছেন প্রথম রমযান হচ্ছে শনিবার ২ এপ্রিল।

যদিও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই সরকারিভাবে ঘোষণা দিয়েছে প্রথম রোযা তাদের দেশে রবিবার ৩ এপ্রিল থেকে। ব্রুনেই-এর সুলতান ঘোষণা করেছেন, রমযানের চাঁদ দেখা যায়নি, সে-কারণে স দেশে রমযান হবে ৩ এপ্রিল থেকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরবে রমযান শুরু শনিবার

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : রমযানের প্রথম চাঁদ দেখার জন্য উৎসুক বিশ্বজাহানের মুসলিম সম্প্রদায়। মুসলিম দেশগুলি সরকারি ব্যবস্থাপনায় চাঁদ দেখার জন্য টিম তৈরি করেছে। আগের মাস শাবানের ২৯ দিন হওয়ায় চাঁদ দেখার জন্য আগ্রহী সব মুসলিম দেশ। শুক্রবার রমযানের চাঁদ দেখা গেল সউদি আরবে। সউদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে চাঁদ দেখা দেওয়ায় প্রথম রোযা শনিবার ২ এপ্রিল।

চাঁদ দেখার জন্য একটি বিশেষ টিম ও সরকারি ব্যবস্থাপনা রয়েছে মুসলিম দেশগুলিতে। সউদি আরবের সুপ্রিম কোর্ট এই ঘোষণা করে। তেমনিই আরব আমিরাতে বিচার মন্ত্রী আবদুল্লাহ সুলতান বিন আওয়াদের অধীন চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে চাঁদ দেখতে পাওয়ায় রমযান শুরু হচ্ছে শনিবার। শুক্রবার চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মিশর ও অস্ট্রেলিয়াও।

অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল ঘোষণা করেছে, সমস্ত প্রশংসা প্রতিপালক আল্লাহ্তায়ালার এবং শান্তি বর্ষিত হোক আল্লাহ্র নবী মুহাম্মদ সা.-র উপর এবং তাঁর পরিবার ও সঙ্গী-সাথিদের উপর। অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি ইমামদের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করেছেন প্রথম রমযান হচ্ছে শনিবার ২ এপ্রিল।

যদিও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই সরকারিভাবে ঘোষণা দিয়েছে প্রথম রোযা তাদের দেশে রবিবার ৩ এপ্রিল থেকে। ব্রুনেই-এর সুলতান ঘোষণা করেছেন, রমযানের চাঁদ দেখা যায়নি, সে-কারণে স দেশে রমযান হবে ৩ এপ্রিল থেকে।