শুধু তাই নয়, এই দুই ছবিরই মূল প্লট বা বিষয়বস্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে বলেও দাবি। যার জেরেই সউদি আরবে মুক্তি পাবে না এই ছবি। তবে শুধু এই দুই সিনেমা ছাড়াও দক্ষিণী ছবি ‘আমরণ’ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, ‘সিংহম এগেইন’-এর ক্ষেত্রে সউদি সরকারের রিভিউ কমিটি জানিয়েছেন, দুই ভিন্ন ধর্ম নিয়ে সংঘাত দেখানো হয়েছে পুরো সিনেমাতে অন্যদিকে ‘ভুলভুলাইয়া’তে নাকি ছোঁয়া হয়েছে সমকামী ভালবাসার গল্প। যা ইসলাম ধর্মের পরিপন্থী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে উক্ত দুই সিনেমা। বক্স অফিসেও ফেলছে ছাড়া।
সূত্রের খবর, এই দুই ছবিই দেখেছে সউদির সিনেমা রিভিউ কমিটি। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে।
এ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দর্শকের প্রত্যাশা একটু বেশি থাকে। আর সিংহাম এগেইনের বাজেটও ৪০০ কোটি। একসঙ্গে একঝাঁক সুপারস্টার নিয়ে বাজিমাত করতে চান রোহিত। তাঁর ছবির মূল নায়ক অজয় দেবগন।