পুবের কলম, আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশীদেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তা প্রত্যাখানের ঘোষণা দিয়েছে আরব দেশগুলো। এবার আরব দেশগুলোকে নিয়ে ফিলিস্তিনিদের ভবিষৎ নির্ধারণে একটি নতুন পরিকল্পনা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছে সৌদি আবর।
সৌদি আরব, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এই মাসে রিয়াদে অনুষ্ঠিত একটি বৈঠকে খসড়া ধারণাগুলো নিয়ে আলোচনা করবে। প্রস্তাবগুলোর মধ্যে উপসাগরীয় নেতৃত্বাধীন পুনর্গঠন তহবিল ও হামাসকে সাইডলাইনে রাখার চুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। আরব সরকারের একটি সূত্র জানিয়েছে, গাজার ভবিষ্যতের জন্য কমপক্ষে চারটি খসড়া প্রস্তাব করা হয়েছে। মিশরও একটি প্রস্তাব উপস্থান করতে যাচ্ছে।