২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালে সউদি, মরক্কোর তিলাওয়াত প্রতিযোগিরা, বিজয়ী পাবেন ৩২ লক্ষ ডলার

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ কিছু দিন চলছে জেদ্দায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। বর্তমানে তা সেমিফাইনাল পর্যায়ে এসে পৌঁছেছে। বিজয়ী তিলাওয়াতকারী পাবেন ৩২ লক্ষ ডলার। সউদি ও মরক্কোর প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। কুরআন তেলাওয়াতের সঙ্গে সুললিত কণ্ঠে আযানও ছিল এই প্রতিযোগিতার বিষয়। টেলিভিশনে সম্প্রচারিত হওয়া এমন অনুষ্ঠান বিশ্বজুড়ে বহু মানুষ মুগ্ধ হয়ে দেখছেন ।

‘ওতর আলকালাম’ অর্থাৎ ‘কথার ঘ্রাণ’ নামক এই টিভি অনুষ্ঠানটি দেখেন বিশ্বের বহু দর্শক। বর্তমানে তারা দেখছেন ১১ তম পর্ব। আধুল রহমান বিন আদেল এবং আহমেদ আল-খালিদি আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত কোয়ালিফায়ার পর্বে পৌঁছেছেন। কে প্রথম হন। তা দেখার অপেক্ষায় সকলে।

 

আযান প্রতিযোগিতায় সউদির বিন আদেল মিশরীয় প্রতিদ্বন্দ্বী মাহমুদ আলি হিলালকে পরাজিত করার জন্য পর্যাপ্ত ভোট পেয়ে ইতিমধ্যে যোগ্যতা পর্বে উঠেছেন। বিন আদেলের কণ্ঠের অসাধারণ সুর দর্শকদের এবং জুরি সদস্যদের মোহিত করেছিল। এই সুর শুনে কুয়েতের শাহী মসজিদের ইমাম শেখ মিশারি আল-আফাসি চোখের জল সামলে রাখতে পারেননি । কে বেশি ভালো আযান দিচ্ছেন এবং কুরআন তিলাওয়াত করছেন তা নিয়ে জুরিরাও দুইভাগে ভাগ হয়ে যান। মরক্কোর প্রতিযোগী আবদুল্লাহ বারকাদি এবং সউদির আহমেদ আল-খালিদির সুরেলা কণ্ঠস্বর, তাদের আবেগে এবং স্পষ্ট উচ্চারণ শুনেই সত্যি বিচার করা কঠিন হয়ে দাঁড়ায়।

 

প্রতিযোগিতাটি এখন চূড়ান্ত বাছাই-এর দ্বিতীয় পর্বে রয়েছে। ১২ জন করে প্রতিযোগী রয়েছেন। ৩২ লক্ষ ডলারের প্রতিযোগিতার জন্য চূড়ান্ত পর্যায়ের ৪ জন থাকবেন। বিচারের জন্য মোট ১৩ জন জুরি রয়েছেন। ইন্দোনেশিয়া, রাশিয়া, সউদি আরব, মরক্কো, লিবিয়া, পাকিস্তান, মিশর, লেবানন, কুয়েত এবং সেনেগালের বিচারকরা রয়েছেন বিচারের দায়িত্বে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাইনালে সউদি, মরক্কোর তিলাওয়াত প্রতিযোগিরা, বিজয়ী পাবেন ৩২ লক্ষ ডলার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কিছু দিন চলছে জেদ্দায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। বর্তমানে তা সেমিফাইনাল পর্যায়ে এসে পৌঁছেছে। বিজয়ী তিলাওয়াতকারী পাবেন ৩২ লক্ষ ডলার। সউদি ও মরক্কোর প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। কুরআন তেলাওয়াতের সঙ্গে সুললিত কণ্ঠে আযানও ছিল এই প্রতিযোগিতার বিষয়। টেলিভিশনে সম্প্রচারিত হওয়া এমন অনুষ্ঠান বিশ্বজুড়ে বহু মানুষ মুগ্ধ হয়ে দেখছেন ।

‘ওতর আলকালাম’ অর্থাৎ ‘কথার ঘ্রাণ’ নামক এই টিভি অনুষ্ঠানটি দেখেন বিশ্বের বহু দর্শক। বর্তমানে তারা দেখছেন ১১ তম পর্ব। আধুল রহমান বিন আদেল এবং আহমেদ আল-খালিদি আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত কোয়ালিফায়ার পর্বে পৌঁছেছেন। কে প্রথম হন। তা দেখার অপেক্ষায় সকলে।

 

আযান প্রতিযোগিতায় সউদির বিন আদেল মিশরীয় প্রতিদ্বন্দ্বী মাহমুদ আলি হিলালকে পরাজিত করার জন্য পর্যাপ্ত ভোট পেয়ে ইতিমধ্যে যোগ্যতা পর্বে উঠেছেন। বিন আদেলের কণ্ঠের অসাধারণ সুর দর্শকদের এবং জুরি সদস্যদের মোহিত করেছিল। এই সুর শুনে কুয়েতের শাহী মসজিদের ইমাম শেখ মিশারি আল-আফাসি চোখের জল সামলে রাখতে পারেননি । কে বেশি ভালো আযান দিচ্ছেন এবং কুরআন তিলাওয়াত করছেন তা নিয়ে জুরিরাও দুইভাগে ভাগ হয়ে যান। মরক্কোর প্রতিযোগী আবদুল্লাহ বারকাদি এবং সউদির আহমেদ আল-খালিদির সুরেলা কণ্ঠস্বর, তাদের আবেগে এবং স্পষ্ট উচ্চারণ শুনেই সত্যি বিচার করা কঠিন হয়ে দাঁড়ায়।

 

প্রতিযোগিতাটি এখন চূড়ান্ত বাছাই-এর দ্বিতীয় পর্বে রয়েছে। ১২ জন করে প্রতিযোগী রয়েছেন। ৩২ লক্ষ ডলারের প্রতিযোগিতার জন্য চূড়ান্ত পর্যায়ের ৪ জন থাকবেন। বিচারের জন্য মোট ১৩ জন জুরি রয়েছেন। ইন্দোনেশিয়া, রাশিয়া, সউদি আরব, মরক্কো, লিবিয়া, পাকিস্তান, মিশর, লেবানন, কুয়েত এবং সেনেগালের বিচারকরা রয়েছেন বিচারের দায়িত্বে।