২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে এক সপ্তাহে ১৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন সউদির

ইমামা খাতুন
  • আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্ক : ইয়েমেনে এক সপ্তাহে ১৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সউদি আরব। ২ এপ্রিল সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি শুরু হলেও সউদি ও আমিরাত জোট প্রতিদিনই তা লঙ্ঘন করছে বলে জানিয়েছে আল-আলামুল হারবি ফিল মুকাবিমাতুল ইসলামিয়া নামের গণমাধ্যম। এতে আরও বলেছে, ২ এপ্রিল থেকে পরবর্তী সাত দিনে যুদ্ধবিরতি লঙ্ঘনের ১৬৮৭ টি ঘটনা রেকর্ড করা হয়েছে। কোন প্রক্রিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে তাও তুলে ধরেছে এই গণমাধ্যম।

 

এতে বলা হয়েছে, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র ও কামানের সাহায্যেও এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। এছাড়া সউদি ও আমিরাত জোটের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তি ও গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। হুদায়দা, মায়ারিব, হাজ্জাহ ও সা’দা অঞ্চলে এই হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

রাষ্ট্রসংঘ মধ্যস্থতায় ২ এপ্রিল থেকে দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সউদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সামরিক বাহিনী। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সউদি আরব। এতে সহযোগিতা করেছে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়েমেনে এক সপ্তাহে ১৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন সউদির

আপডেট : ১১ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইয়েমেনে এক সপ্তাহে ১৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সউদি আরব। ২ এপ্রিল সন্ধ্যা থেকে যুদ্ধবিরতি শুরু হলেও সউদি ও আমিরাত জোট প্রতিদিনই তা লঙ্ঘন করছে বলে জানিয়েছে আল-আলামুল হারবি ফিল মুকাবিমাতুল ইসলামিয়া নামের গণমাধ্যম। এতে আরও বলেছে, ২ এপ্রিল থেকে পরবর্তী সাত দিনে যুদ্ধবিরতি লঙ্ঘনের ১৬৮৭ টি ঘটনা রেকর্ড করা হয়েছে। কোন প্রক্রিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে তাও তুলে ধরেছে এই গণমাধ্যম।

 

এতে বলা হয়েছে, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র ও কামানের সাহায্যেও এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। এছাড়া সউদি ও আমিরাত জোটের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তি ও গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। হুদায়দা, মায়ারিব, হাজ্জাহ ও সা’দা অঞ্চলে এই হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

রাষ্ট্রসংঘ মধ্যস্থতায় ২ এপ্রিল থেকে দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছে সউদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সামরিক বাহিনী। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সউদি আরব। এতে সহযোগিতা করেছে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ ।