২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পুজোয় রেলের টিকিট কাটার সময়সূচি পরিবর্তন

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: পুজোর সময় রেলের রিজার্ভেশন টিকিট কাটার নিয়মে পরিবর্তন করা হচ্ছে। পুজোর ওই ক’দিন রিজার্ভেশন টিকিট কাউন্টার খোলা ও বন্ধের নিয়মেই মূলত পরিবর্তব হবে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল।
জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া এলাকার রেলের রিজার্ভেশন কাউন্টারগুলি সাধারণত দু’টো শিফটে কাজ করে। কিন্তু পুজোর সময় সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্তই কাউন্টার খোলা থাকবে। বিকালের দিকে কোনও কাউন্টার খোলা থাকবে না। তবে হাওড়া-শিয়ালদা ও কলকাতা টার্মিনালে কারেন্ট বুকিং কাউন্টার একই রকম ভাবে খোলা থাকবে। জানা গিয়েছে, অক্টোবর মাসের ৩, ৪, ৫, ২৪, ২৫ তারিখে দুর্গাপুজো, কালীপুজো ও দিপাবলীর জন্য এই নিয়ম কার্যকর হবে।