পবিত্র কাবায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে স্কুলের শিশুরা

- আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র বায়তুল্লাহ শরিফ বা কাবায় আগমনকারী মুসল্লিদের সেবায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছে মক্কার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। মসজিদুল হারামে আগমনকারী মেহমানদের সেবা করার ঐতিহ্য ধরে রাখার একটি প্রশিক্ষণের অংশ হিসেবে তারা এ কার্যক্রমে যোগ দেয়। মক্কার আল-কাশিফ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মুসল্লিদের বিভিন্ন ধরনের সেবায় অংশ নেয়।
এর আগে তাদের অভ্যর্থনা জানান বায়তুল্লাহ শরিফের জনসংযোগ ও স্বেচ্ছাসেবা বিভাগের প্রধান বাশায়ির বিনতে আবদুল আজিজ আল-বুনয়ান। তিনি জানান, কিন্ডারগার্টেন থেকে আসা ২০ শিশুকে প্রথমে অভ্যর্থনা জানানো হয়েছে। পরে তাদের পবিত্র কাবা শরিফ, সাফা ও মারওয়া পর্বত এবং পবিত্র মসজিদুল হারামের বিভিন্ন স্থাপনা দেখানো হয়।
এই সময় বায়তুল্লাহ শরিফে অনুষ্ঠিত বিভিন্ন মজলিসেও অংশ নেয় তারা। ক্ষুদে এই শিক্ষার্থী দলের কাছে মসজিদে প্রবেশের শিষ্টাচার, কুরআন-হাদিস পাঠের গুরুত্ব, নবী-রাসূলদের ঘটনাসহ বিভিন্ন ধরনের ইসলামি জ্ঞান তুলে ধরা হয়। হারামাইনের জেনারেল প্রেসিডেন্সির ওয়েবসাইটে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরির অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ এবং শিক্ষা মন্ত্রকের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়।
মসজিদুল হারামের জনসংযোগ ও সম্পর্ক বিভাগের নারী শাখার সমন্বয়ক নাদা বিনতে আবদুল্লাহ মালিকি বলেন, পবিত্র কাবা প্রাঙ্গণ পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের কাছে সংক্ষেপে মসজিদের স্বেচ্ছাসেবা কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। অন্যদের সহায়তায় কাবাঘর প্রাঙ্গণের পরিচ্ছন্নতা, সুগন্ধি ছড়ানো কর্মসূচি, খাদ্য বিতরণ এবং বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য হুইলচেয়ার ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের কাজ শেখে শিশুরা। এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।