BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: নয়া বিলের মাধ্যমে কেন্দ্র সরকার মুসলিমদের দানকৃত ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করে বিক্ষোভ করল রাজনৈতিক দল এসডিপিআই। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এ নিয়ে একটি মিছিল হয়। মল্লিকবাজারের কাছে এসডিপিআইয়ের রাজ্য সদর দফতরের সামনে থেকে মিছিল শুরু হয়। এজেসি বোস রোড ও এপিসি রোড হয়ে মিছিল রাজাবাজার পর্যন্ত পরিক্রমা করে। সেখানে গিয়ে পথসভাও হয়। ওয়াকফ বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। ‘ওয়াকফের সুরক্ষা, সমাজের নিরাপত্তা’ শিরোনামে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসাবে এ দিনের মিছিল।
মিছিল শেষে রাজাবাজারে প্রতিবাদ সভায় এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াই শুধুমাত্র মুসলমানদের স্বার্থ রক্ষার লড়াই নয়, এটি সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। এসডিপিআই-এর জন্মই হয়েছে ভয়মুক্ত ভারত গড়ার সংকল্প নিয়ে এবং এই সংকটময় পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়া আমাদের অঙ্গীকার।
অন্যদিকে, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম বলেন, ওয়াকফ সম্পত্তির ওপর আঘাত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আঘাত। তাই শুধু পুরুষরা নয়, নারীদেরও সমানভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর অত্যাচার, পরিকল্পিত হত্যা ও উচ্ছেদের ষড়যন্ত্র ক্রমশ বাড়ছে। এ বিষয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য সহ-সভাপতি আবদুল কাইউম খান, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, কলকাতা জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আফতাব আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সারুর আলম, জেলা কমিটির সদস্য জইনুল আবেদিন প্রমুখ।
এ দিন মিছিলে অংশ নিয়ে এসডিপিআইয়ের নেতারা অভিযোগ করেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার দলিত, উপজাতি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করেছে। মুখে সবকা সাথ সবকা বিকাশ বলা হলেও গরিব ও সাধারণ মানুষের দাবি-দাওয়ার প্রতি সরকারের নজর নেই বলেও অভিযোগ করা হয়।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder