১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)

ইমামা খাতুন
  • আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার
  • / 5

পুবের কলম ওয়েব ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।

বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে ওনাকে বাংলাদেশের একটি হাসপাতালে ভর্তি করানো। শনিবার ( ১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে চিকিৎসকেরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।

দৈনিক বাংলার কর্মরত এক সাংবাদিক শরিফুজ্জামান পিন্টু সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

তবে মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

নিউজবাংলা ও দৈনিক বাংলার সম্পাদক হিসেবে যোগ দেওয়ার আগে সবশেষ দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন মরহুম সাংবাদিক তোয়াব খান।২০১৬ সালে একুশে পদক পান তোয়াব খান।

 

প্রসঙ্গত, ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবও ছিলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন তিনি বলেন, আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তাঁর স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী হাসিনা তোয়াব খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…)

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।

বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে ওনাকে বাংলাদেশের একটি হাসপাতালে ভর্তি করানো। শনিবার ( ১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে চিকিৎসকেরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।

দৈনিক বাংলার কর্মরত এক সাংবাদিক শরিফুজ্জামান পিন্টু সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

তবে মরহুমের জানাজা ও দাফনের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর।

নিউজবাংলা ও দৈনিক বাংলার সম্পাদক হিসেবে যোগ দেওয়ার আগে সবশেষ দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন মরহুম সাংবাদিক তোয়াব খান।২০১৬ সালে একুশে পদক পান তোয়াব খান।

 

প্রসঙ্গত, ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে। দেশ স্বাধীনের পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবও ছিলেন তিনি। প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন তিনি বলেন, আজীবন সংগ্রামী এ গুণী সাংবাদিক তাঁর স্বীয় কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী হাসিনা তোয়াব খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।