০৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাঁইথিয়ায় বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার
  • / 6

কৌশিক সালুই,  বীরভূম:- বাড়ির মধ্যে থেকে এক বয়স্ক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বীরভূমের সাঁইথিয়া থানার বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে। স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে, ওই বৃদ্ধাকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা হলেন ভাগ্যবতী বায়েন বয়স ৬২ বছর। এদিন সকালে তার বাড়ি থেকে নগ্ন মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিকে মৃত মহিলার মেয়ে পম্পা দাস স্থানীয় এক ব্যক্তি বুদ্ধদেব মন্ডল তার মাকে খুন করেছে এই মর্মে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার অপরাধের কথা স্বীকার করেছে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

এদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই বৃদ্ধার মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বছর তিনেক আগে ওই মহিলার স্বামী মারা যান। দুই মেয়ের আগেই বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন।

 

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ চক্রবর্তী বলেন গত শনিবার রাত্রি নটা নাগাদ বুদ্ধদেব মন্ডল ওই মহিলার কাছ থেকে পাওনা ৫০০ টাকা আদায়ের জন্য গিয়েছিলেন। তারপরেই তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেন। গ্রেফতারের পর তার অপরাধের কথা স্বীকার করেছে”।

 


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাঁইথিয়ায় বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার

কৌশিক সালুই,  বীরভূম:- বাড়ির মধ্যে থেকে এক বয়স্ক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বীরভূমের সাঁইথিয়া থানার বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে। স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে, ওই বৃদ্ধাকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা হলেন ভাগ্যবতী বায়েন বয়স ৬২ বছর। এদিন সকালে তার বাড়ি থেকে নগ্ন মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিকে মৃত মহিলার মেয়ে পম্পা দাস স্থানীয় এক ব্যক্তি বুদ্ধদেব মন্ডল তার মাকে খুন করেছে এই মর্মে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার অপরাধের কথা স্বীকার করেছে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

এদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই বৃদ্ধার মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বছর তিনেক আগে ওই মহিলার স্বামী মারা যান। দুই মেয়ের আগেই বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন।

 

বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ চক্রবর্তী বলেন গত শনিবার রাত্রি নটা নাগাদ বুদ্ধদেব মন্ডল ওই মহিলার কাছ থেকে পাওনা ৫০০ টাকা আদায়ের জন্য গিয়েছিলেন। তারপরেই তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেন। গ্রেফতারের পর তার অপরাধের কথা স্বীকার করেছে”।