পুবের কলম, ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা পরই ধস নামল শেয়ার বাজারে। প্রাইভেট ব্যাঙ্ক ও অটোমোবাইল সেক্টরে শেয়ারের দাম পড়ে গেল হু হু করে। মঙ্গলবার সেনসেক্স পড়ল ১০৫৪ এবং নিফটি পড়ল ৩৩১ পয়েন্ট। এছাড়াও বিএসই ইনডেক্স পড়ল ৯.৮৬ লাখ কোটি টাকা। এনিয়ে পরপর পাঁচদিন পড়ল শেয়ার বাজার। লাগাতার নিম্নমুখী শেয়ার বাজারের জেরে প্রায় ৭.৬৮ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। আন্তর্জাতিক বাজারের শেয়ারের দাম কমার প্রভাব পড়ল দেশিয় বাজারেও।
Read More: এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদি-ম্যাকরো
দ্বিতীয়বার মার্কিন মসনদে ফিরেই একের পর এক বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। ভারত থেকে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম রপ্তানি করা হয় আমেরিকায়। ট্রাম্পের এমন ঘোষণার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এই ধসের প্রভাব বেশি পড়েছে পাওয়ার গ্রিড, জোমাটো, টাটা মোটরস, আলট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিসস্যাভের মতো কোম্পানির উপরে। জোমাটোর শেয়ার ৫ শতাংশ কমে গিয়েছে। এদিকে মার্কিন বাজারের বর্তমানে ডামাডোল চলছে। এরকম এক পরিস্থিতিতে ভারতের বাজার থেকে বিপুল টাকা তুলে নিলেন মার্কিন বিনিয়োগকারীরা।