মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

- আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
- / 37
পুবের কলম, ওয়েবডেস্ক: বিমানবন্দর-নিউ গড়িয়া মেট্রো রেল প্রকল্পে নির্মাণ কাজের জন্য দীর্ঘ প্রায় দুই বছর ধরেই বন্ধ থাকার পর অবশেষে গাড়ি চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হল কৈখালির হলদিরাম এলাকার ভিআইপি রোডের সার্ভিস রোডের একাংশ। মেট্রো রেলের তৎপরতায় নির্মাণ কাজ শেষে ৩০০ মিটার দীর্ঘ ভিআইপি রোডের সার্ভিস রোড জনসাধারণের জন্য খুলে দেওয়ায় স্বস্থির নিঃশ্বাস ফেলছেন যাত্রী ও পরিবহন কর্মীরা। কলকাতার সঙ্গে উত্তর শহরতলি সহ একাধিক জেলার গুরুত্বপূর্ণ সংযোগকারী ভিআইপি রোডের সার্ভিস রোড বন্ধ রেখে মেট্রো রেলের নির্মাণ কাজ চলায় যাত্রীবাহী যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছিল। মাত্র কয়েকশ মিটার রাস্তা পেরোনের জন্য দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হত যাত্রীদের। ফলে দিনের কর্মব্যস্ত সময়ে ওই এলাকায় যানজটের কারণে ভোগান্তির শিকার হতেন নিত্যযাত্রীরা।হলদিরাম এলাকায় সার্ভিস রোড পুনরায় চালু হওয়ায় খুশি নিত্য যাত্রীদের পাশাপাশি এলাকার অটো-সহ অন্যান্য গাড়ির চালকরাও। বিশেষ করে রাজারহাট থেকে এয়ারপোর্ট-১ নম্বর গেট পর্যন্ত অটো রুটের পরিবহন কর্মীদের বক্তব্য, ২০২৩ সালের মাঝামাঝি সময়েই হলদিরাম এলাকায় কয়েকশো মিটার সার্ভিস রোড বন্ধ করে মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হয়েছিল।ওই সময় থেকেই যানজটের জেরে প্রতি ট্রিপেই প্রায় ৪০-৪৫ মিনিট অতিরিক্ত সময় লাগতো।
মেট্রো রেলের নির্মাণ কাজ শেষে পেভার ব্লক বসিয়ে সার্ভিস রোড চালু করা হয়েছে। পথচারীদের হাঁটার জন্য ক্রসওভার জোনও স্থাপন করা হয়েছে। ওই এলাকায় সার্ভিস রোড পুনয়ায় চালু হওয়ায় খুশি বিধাননগর কমিশনারেটের কর্তারাও। এ ব্যাপারে বিধাননগর সিটি পুলিশের আধিকারিক জানান, মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য থেকে ভিআইপি রোডের একাধিক স্থান সংকুচিত হয়ে পড়ে। ভারী যন্ত্রপাতি, ব্যারিকেড এবং নির্মাণ সামগ্রী রাস্তার থাকায় যানজট যেমন হত, তেমনি দুর্ঘটনাও বাড়ছিল। হলদিরাম এলাকায় সার্ভিস রোড পুনরায় চালু হলেও ভিআইপি রোডের উপর আরও দুটি স্থানে মেট্রো নির্মাণ কাজ চলছে। ওই দুই স্থানেও ব্যারিকড সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য মেট্রো কর্তৃপক্ষের সাথে নিয়মিত আলোচনা চলছে বলেও জানান বিধাননগর কমিশনারেটের কর্তা।