পুবের কলম প্রতিবেদক : পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানায় ওসি এবং সাব-ইন্সপেক্টরদের রদবদল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নস্করকে বদলি করে মারিশদা থানায় পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রামনগর থানার ওসি অমিত দেব নন্দকুমার থানার দায়িত্ব নিতে চলেছেন। অন্যদিকে, মারিশদা থানার ওসি বুদ্ধদেব মালকে রামনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
দুর্গাচক থানার ওসি অর্কদীপ হালদারকে মান্দারমনি কোস্টাল থানায় দায়িত্ব দেওয়া হয়েছে, আর মান্দারমনির ওসি অরিজিত চট্টোপাধ্যায়কে পাঁশকুড়া থানায় স্থানান্তরিত করা হয়েছে। নয়াচর কোস্টাল থানার ওসি প্রতিমা সাহু বাইনকে দুর্গাচক থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তমলুক থানার সাব-ইন্সপেক্টর স্বরূপ ঘোষকে পদোন্নতি দিয়ে নয়াচর থানার ওসি করা হয়েছে। জেলার মোট ২৮ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের (এএসআই) বদলি করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে এটিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।