২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার বজবজ শাখায় বাতিল একাধিক ট্রেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম প্রতিবেদক: চলবে রেল লাইনের কাজ, আর তাই শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবার টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে কাজ হবে। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। অনেকেই মনে করছেন, সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।

রেল জানিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে ওই সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আপ ও ডাউন মিলিয়ে ৬টি ট্রেন বাতিল থাকবে। ৩৪১৬২ শিয়ালদহ-বজবজ ডাউন লোকাল ট্রেন, ৩৪১৬১ বজবজ-শিয়ালদহ আপ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার। রবিবার বাতিল থাকবে ডাউন ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ ৩৪১১১ ও ৩৪১১৫ বজবজ-শিয়ালদহ লোকাল।

একইসঙ্গে এই শাখায় বেশ কিছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ৪ ফেব্রুয়ারি শনিবার আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬৪ ও ৩৪১৬৬ লোকাল নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। রবিবার আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ লকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শনিবার বজবজ শাখায় বাতিল একাধিক ট্রেন

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: চলবে রেল লাইনের কাজ, আর তাই শিয়ালদহ দক্ষিণ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনি ও রবিবার টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে কাজ হবে। তাই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। অনেকেই মনে করছেন, সপ্তাহান্তে ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা।

রেল জানিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় টালিগঞ্জ ও নিউ আলিপুর স্টেশনের মাঝে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে দশ ঘণ্টা ধরে চলবে রেলের কাজ। সেই কারণে ওই সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আপ ও ডাউন মিলিয়ে ৬টি ট্রেন বাতিল থাকবে। ৩৪১৬২ শিয়ালদহ-বজবজ ডাউন লোকাল ট্রেন, ৩৪১৬১ বজবজ-শিয়ালদহ আপ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শনিবার। রবিবার বাতিল থাকবে ডাউন ৩৪১১২ ও ৩৪১১৬ শিয়ালদহ-বজবজ লোকাল এবং আপ ৩৪১১১ ও ৩৪১১৫ বজবজ-শিয়ালদহ লোকাল।

একইসঙ্গে এই শাখায় বেশ কিছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ৪ ফেব্রুয়ারি শনিবার আপ ৩৪১৫৯ ও ৩৪১৬৩ বজবজ-শিয়ালদহ লোকাল নিউ আলিপুর স্টেশন পর্যন্ত যাবে। ডাউন ৩৪১৬৪ ও ৩৪১৬৬ লোকাল নিউ আলিপুর স্টেশন থেকে ছাড়বে। রবিবার আপ ৩৪১৬৫ বজবজ-শিয়ালদহ লোকাল মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে এবং ডাউন ৩৪১১৪ লকাল ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল।