ওয়াসিংটন, ১৭ জানুয়ারি: আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড় ও বন্যায় অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের ফলে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি। নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়। কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা অঞ্চলে এই সপ্তাহে ঝড় – বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।
এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটিই গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় পাঁচ লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রাজ্যের কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার দুর্যোগ সাহায্যের জন্য আবেদন করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তা অনুমোদন করেছেন। বন্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আরও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। টেনেসিতে একটি বাঁধ ভেঙে দ্রুত বন্যা সৃষ্টি হওয়ায়, রিভেস শহরে জরুরি ভিত্তিতে বাধ্যতামূলক স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।