পুবের কলম ওয়েবডেস্ক: বাংলায় রণকৌশল ঠিক করতে চলতি মাসে কলকাতা আসবেন অমিত শাহ। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বিজেপি। সেই কারণে চলতি মাসেই কলকাতায় আসবেন শাহ। কথা বলবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। যদিও এখনও এই সফরের দিনক্ষণ জানা যায়নি। তবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া দখল নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বাংলার নেতা-কর্মীরা।প্রধানমন্ত্রীও একাধিকবার বাংলায় এসেছেন। একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূলকে ব্যাকফুটে করার চেষ্টা করেছেন গেরুয়া শিবির। কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারেনি ওই শিবির।