আইভি আদক, হাওড়া: হাওড়ার শালিমার জিআরপি’র তৎপরতায় উদ্ধার হলো বেশ কয়েক কেজি গাঁজা। বিশেষ সূত্রে খবর পেয়ে শালিমার জিআরপি শনিবার রাতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে। ওড়িশা থেকে আসা এক ব্যক্তির ট্রলি ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার হয়।
.জিআরপি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, ওই ব্যক্তির নাম প্রকাশ চন্দ্র সাউ। ওড়িশার বাসিন্দা। অভিযোগ, ধৃত ব্যক্তি একটি ট্রলি ব্যাগে করে ১১ প্যাকেট গাঁজা নিয়ে প্রথমে শালিমারে আসেন এবং সেখান থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তার আগেই শালিমার জিআরপি তাঁকে গাঁজা সহ হাতেনাতে ধরে ফেলে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।