শশী যোগ্য ব্যক্তি, চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন : কংগ্রেস

- আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ সম্প্রতি মালায়ালাম দৈনিক ‘মাত্রুভুমি’-র জন্য একটি প্রতিবেদন লিখেছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর।সেখানে তিনি কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার জন্য ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তাঁর সেই প্রতিবেদনের পর থেকেই জল্পনা তৈরি হয়েছে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।শশী বলেন, আমি কোনও মন্তব্য করতে চাই না। তবে কংগ্রেস পার্টির জন্য এই নির্বাচন ভালো হবে।
শশী থারুর দলের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য ব্যক্তি। বুধবার এমনটাই বলেন, কেরালা কংগ্রেস প্রধান কে সুধাকরণ। তিনি বলেন,শশী থারুর যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে তাঁকে দোষারোপ করার কোনও কারণ তিনি দেখেন না। কংগ্রেস একটি গণতান্ত্রিক দল এবং এর সদস্যদের দলের শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তাহলে কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে কি তিনি প্রাথী হচ্ছেন? এই জল্পনার মাঝেই শশী থারুর মঙ্গলবার বলেছিলেন, নির্বাচনের বিজ্ঞপ্তি আসার পরেই রিংয়ে টুপি ফেলবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন তিনি।
শশী থারুর জানিয়েছেন, যে ২৩ জন নেতা ২০২০ সালে কংগ্রেস প্রধান সনিয়া গান্ধিকে সাংগঠনিক সংস্কার চেয়ে চিঠি লিখেছিলেন, তিনি তাঁদের মধ্যে একজন। নতুন সভাপতি নির্বাচন করা হল আসলে দলের পুনরুজ্জীবনের একটি সূচনা, যা এই মুহূর্তে কংগ্রেসের খুব প্রয়োজন।
সামগ্রিকভাবে দলের পুনর্নবীকরণের প্রয়োজন। তবে সবচেয়ে জরুরি নেতৃত্বের অবস্থান। যা পূরণ করার জন্য নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন প্রয়োজন বলেই মনে করেন শশী থারুর। তিনি বলেন, দলের কী সমস্যা আছে তা ঠিক করার জন্য সভাপতির একটি পরিকল্পনা থাকা উচিত, পাশাপাশি ভারতের জন্য দরকার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি।