পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকারের আমলে দেশের কিছু কিছু জায়গায় গরুর মাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এবার দেশজুড়ে আমিষ খাবারে নিষেধাজ্ঞা টানার আহ্বান জানালেন বাংলার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, নির্দিষ্ট কোনও এলাকায় নয়, দেশের সর্বত্র আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালু করেছে তারও ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। সেই প্রসঙ্গ টেনে দেশ জুড়ে আমিষ খাওয়া চালু করার কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।
উল্লেখ্য, মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সিনহা বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। ভালো কথা। তবে শুধু কিছু অংশে না পুরো ভারতে দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।
উত্তর-পূর্ব ভারত সইহ দেশের কিছু অংশে গোমাংস খাওয়া এখনও বৈধ বলে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি জানান, “ওঁহা খাও তো ইয়ামি, ইয়াহা খাও তো মাম্মি। এ তো হতে পারে না।” অর্থাৎ উত্তর-পূর্বে গোমাংস খেলে কোনও সমস্যা হয় না। কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হবে। এটা চলতে পারে না। সর্বত্র একই আইনকানুন থাকা উচিত। অর্থাৎ সর্বত্রে গরুর মাংস নিষিদ্ধ হোক।