০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এখন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

সুস্মিতা
  • আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 23

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে বদলে ফেলা হয়েছিল ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। এবার একই আদলে বদলে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এই স্টেডিয়াম নির্মাণের কাজ বন্ধ ছিল। জানা গিয়েছে, শীঘ্রই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। তার মাঝে এ দিন ওই স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিও সামনে আসে। এবার থেকে শেখ হাসিনা স্টেডিয়ামটি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে। পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ এ দিন জানান, নতুন পরিচয়ে শীঘ্রই এই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলের পাশাপাশি পরিবর্তন করা হবে নকশাও। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র। ওই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড বাংলাদেশ সরকারের কাছ থেকে পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা ছিল একটি পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স। নতুন এই স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ছোট বাজেটের মধ্যে দুটি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনার কথা জানান ফারুক আহমেদ।

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম এখন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে বদলে ফেলা হয়েছিল ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। এবার একই আদলে বদলে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এই স্টেডিয়াম নির্মাণের কাজ বন্ধ ছিল। জানা গিয়েছে, শীঘ্রই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। তার মাঝে এ দিন ওই স্টেডিয়ামের নাম বদলের বিষয়টিও সামনে আসে। এবার থেকে শেখ হাসিনা স্টেডিয়ামটি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে। পূর্বাচলে এই ক্রিকেট স্টেডিয়ামে মাঠের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার করার কথা ছিল। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ এ দিন জানান, নতুন পরিচয়ে শীঘ্রই এই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলের পাশাপাশি পরিবর্তন করা হবে নকশাও। তারপর বাতিল করা হয় স্টেডিয়ামের দরপত্র। ওই স্টেডিয়ামের জন্য তৎকালীন বোর্ড বাংলাদেশ সরকারের কাছ থেকে পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমি পায়। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় সেই জমিতেই গড়ে তোলার কথা ছিল একটি পূর্ণাঙ্গ এক ক্রিকেট কমপ্লেক্স। নতুন এই স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘদিনের ভেন্যু সংকট কাটাতে ছোট বাজেটের মধ্যে দুটি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনার কথা জানান ফারুক আহমেদ।