১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
Breaking: ভর সন্ধ্যায় টিটাগড়ে চলল গুলি, নিহত সোনার দোকানের মালিকের ছেলে, জখম আরও ২

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: ভর সন্ধ্যায় টিটাগড়ে চলল গুলি। সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি দুষ্কৃতীদের। নিহত সোনার দোকানের মালিকের ছেলে। জখম আরও দুই। ভর্তি ব্যারাকপুর হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ।
বুধবার ভর সন্ধ্যায় ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে একটি সোনার দোকানে দুষ্কৃতীরা হানা দেয়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করেন দোকানের মালিক। ছুটে যান তাঁর ছেলেও। তখনই গুলি ছোড়ে ডাকাতরা। গুলিতেই মৃত্যু হয় দোকানের মালিকের ছেলে নীলাদ্রি শেখর সিংহ। গুলি লাগে তার বাবার পায়েও। আহত হয়েছেন দোকানের আরও এক কর্মচারী। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
S