পুবের কলম,ওয়েবডেস্ক: ফের মালদহে শুট-আউট। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির কাছে শুটআউটের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় একজন জখম হয়েছে। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।