সিধু মুসেওয়ালা খুনে পুলিশের এনকাউন্টারে মৃত ২, পলাতক আরও ১

- আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ সিধু মুসেওয়ালা খুনে পুলিশের এনকাউন্টার। দিনদুপুরে পঞ্জাবের এই গায়ককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল কিছু অজ্ঞাতপরিচয় দুরবৃত্ত। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তদের নাগালে পাওয়ার চেষ্টা জারি ছিল পুলিশের। বুধবার জগরূপ রূপা এবং মুন্না কুশা নামক দুই অভিযুক্তদের খোঁজ পেয়ে গ্রেফতার করতে যায় পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে আর্টারি বর্ডার – এর কাছে থাকা একটি বাড়ি ঘিরে ফেলেন পুলিশ। জানা গিয়েছে, সেখানেই লুকিয়ে ছিল মুসেওয়ালার হত্যার দুই সন্দেহভাজন জগরূপ রূপা এবং মুন্না কুশা। তাদের গ্রেফতার করতে গেলে , ওই দুই ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। শুট আউটের এই ঘটনায় ৩ জন পুলিশকর্মী আহত হয়েছে, অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্তও জগরূপ রূপা নামে ওই গাংস্টারটি নিহত হয়েছে বলেই খবর। চারঘণ্টারও বেশি সময় ধরে চলা গুলির লড়াইয়ে শেষে বিকেল ৪ টের দিকে নিহত হয় অন্য আর এক অভিযুক্ত মুন্না কুশা ওরফে মানপ্রীত সিং।
উল্লেখ্য,CCTV ফুটেজ অনুযায়ী, এই দু’ই জনই সিধু মুসেওয়ালাকে হত্যার জন্য শ্যুটারদের নেতৃত্ব দিয়েছিল।এনকাউন্টারের পর রাজ্যের পুলিশ প্রধান গৌরব যাদব ঘটনাস্থলে পৌঁছান।ঘটনাস্থল থেকে AK-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং প্রচুর পরিমাণে গুলি পাওয়া গেছে বলেই, পুলিশ সূত্রে খবর।এনকাউন্টারের ওই দুই অভিযুক্তের মৃত্যু হলেও দীপক মুন্ডি নামক আরও এক অভিযুক্তকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলেই খবর।
উল্লেখ্য, নিরাপত্তা প্রত্যাহারের পরদিনেই গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছিলেন পঞ্জাবের গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা। পঞ্জাবের মানসা জেলায় এই ঘটনা ঘটেছিল।পঞ্জাবে শুভদীপ সিংহ সিধু পরিচিত সিধু মুসওয়ালা নামে। মানসায় নিজের বাড়ি ফেরার পথে সিধুর গাড়ির ঘিরে ধরে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা।
রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরে সে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।গত বছর ডিসেম্বরে সিধু কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পঞ্জাবে বিধানসভা ভোটে হাত চিহ্নের প্রার্থী হয়ে তিনি লড়েছিলেন মানসায়। কিন্তু আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি।