কানাডায় নিজের বাড়িতেই ছুরিকাঘাতে খুন শিখ মহিলা, সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগে ধৃত স্বামী

- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: কানাডায় স্ত্রীকে ছুরি দিয়ে একাধিকবার কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দেশটির পুলিশের বিবৃতি অনুসারে, গত ৭ ডিসেম্বর ৪০ বছর বয়সী নাভিন্দর গিল তার স্ত্রী হরপ্রীত কউরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার চেষ্টা করে। প্রাণঘাতী হামলা চালানোর জন্য নাভিন্দর গিলের বিরুদ্ধে তার বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। নির্যাতিতার স্বামীকে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন (আইএইচআইটি) টিম নিজেদের হেফাজতে নেয়। তদন্ত অব্যাহত থাকায় একদিন পর নাভিন্দর গিলকে ছেড়ে দেওয়া হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহায়তায় আইএইচআইটি তদন্তকারীরা ১৫ ডিসেম্বর তাকে পুনরায় গ্রেফতার করেছিল।
গত ১৬ ডিসেম্বর তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, নভেম্বর থেকে কানাডায় পৃথক ঘটনায় তিন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নিহত হয়েছেন। ২১ বছর বয়সী এক শিখ মহিলা পবনপ্রীত কউর খুন হন গত ৩ ডিসেম্বর।
একই দিনে ২৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মহিলা খুন হন কানাডার আলবার্তাতে । নভেম্বরেই ১৮ বছর বয়সী মেহকপ্রীত শেঠি নামের এক মহিলাকে কুপিয়ে খুন করা হয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি হাই স্কুলের পার্কিংয়ের একটি জায়গাতে।