প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে সিত্রাং, আগামীকালই ল্যান্ডফল

- আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: উৎসবের আবহে সিত্রাং দুর্যোগ। গভীর নিম্নচাপ ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে সিত্রাং। মঙ্গলবার বাংলাদেশের বরিশালে আছড়ে পড়বে সিত্রাং। সাগরদ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দূরে রয়েছে সিত্রাং। সকালের দিকে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। রাতে সেই গতিবেগ হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।
সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আবহাওয়া দফতরের (পূর্বাঞ্চলীয় অধিকর্তা) সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ভারী থেকে অতিভারীর সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী এলাকায় সবচেয়ে বৃষ্টির সম্ভাবনা। ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফের সার্ভিস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া আছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের (পূর্বাঞ্চলীয় অধিকর্তা) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রাস্তাঘাট ক্ষতি থেকে কাঁচা বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চলবে দমকা হাওয়া।
দুই ২৪ পরগনা ছাড়াও ঝড়ের তাণ্ডবের মুখে পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঝড়ের তাণ্ডবে কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে। বিদ্যুতের খুঁটিও ভাঙতে পারে। পাশাপাশি কাঁচা রাস্তার ক্ষতির সম্ভাবনা রয়েছে। জল জমতে পারে নিচু এলাকায়।
সোম ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। তাজপুরে জলচ্ছ্বাসের আশঙ্কা। সমুদ্রের আশেপাশে প্রায় সব দোকান পাঠ বন্ধ। বন্ধ রয়েছে হলদিয়া-নন্দীগ্রাম ও নন্দীগ্রাম-তেরোপেখিয়া ফেরি চলাচল।
এই মুহূর্তে শীতের কোনও পূর্বাভাস নেই। তবে জেলারদিকে ভোরের দিকে শিরশিরানি হাওয়া চলছে।