ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

- আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে মুছে ফেলা হচ্ছে পোস্ট, বন্ধ করা হচ্ছে অ্যাকাউন্ট। ব্যবহারকারীকে না জানিয়েই করা হচ্ছে এই কাজগুলি। এ বিষয়ে কেন্দ্রের কাছে বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। অভিযোগ, কেন্দ্রের নির্দেশেই এক্স অথবা ফেসবুক থেকে বিভিন্ন পোস্ট মুছে দেয় হচ্ছে। কোনও পোস্ট বা মুছে ফেলার আগে ব্যবহারকারীকে জানানোর প্রয়োজন মনে করা হচ্ছে না। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির আগে এ বিষয়ে কেন্দ্রকে তাদের অবস্থান জানাতে হবে।
সমাজমাধ্যম থেকে পোস্ট মুছে দেওয়া বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফ্টওয়্যার ফ্রিডম ল সেন্টার। বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-এর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আদালত জানিয়েছে, সমাজমাধ্যমের কোনও পোস্টে কেন্দ্রের আপত্তি থাকলে পোস্টদাতাকে শনাক্ত করে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তার পর ওই পোস্ট বা তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।
মামলাকারীর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন ইন্দিরা জয়সিংহ। তিনি জানান, এ ভাবে কাউকে না জানিয়ে তাঁর পোস্ট মুছে দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়ার নিয়মভঙ্গ করা হয়। তিনি আরও জানান, আইন অনুযায়ী, কোনও পোস্ট বা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে তাঁকে বা ওই সমাজমাধ্যম সংস্থাকে নোটিস দিতে হবে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবীর উদাহরণও দিয়েছেন ইন্দিরা। তিনি জানান, ওই আইনজীবীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট কয়েক বছর আগে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে কোনও কারণ জানানো হয়নি। তাঁর পোস্টের বিরুদ্ধে যে অভিযোগ, সেই প্রসঙ্গে তাঁর বক্তব্যও জানতে চাওয়া হয়নি।