১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জ্বর-শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, আপাতত স্থিতিশীল রয়েছেন

ইমামা খাতুন
  • আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্ক: ফের অসুস্থ সোনিয়া গান্ধি। জ্বর-শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তবে তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। সোনিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

 সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে  পড়েন সোনিয়া গান্ধি। জ্বর ও  শ্বাসকষ্ট ছিলই, সেই সঙ্গে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় তাঁর। তারপরেই সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির  স্যার  গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

গত কয়েক বছর ধরেই বারংবার অসুস্থ হয়ে পড়ছেন সোনিয়া গান্ধি। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। গত জানুয়ারি মসে ভাইরাল  ফিবার নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। শ্বাসযন্ত্রের সংক্রমণ-সহ আরও কিছু শারীরিক জটিলতা ছিল। রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি ভারত জোড়ো যাত্রার মাঝপথে   দিল্লিতে ফিরে এসেছিলেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন, লোকসভায় রাহুল গান্ধির যেদিন বক্তব্য রাখার কথা ছিল, ওই দিন সংসদেই অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া।  তাঁকে  বাড়িতে রেখে এসেছিলেন রাহুল গান্ধি।

প্রসঙ্গত, এই গঙ্গারাম হাসপাতালেই সাধারণত চিকিৎসা করিয়ে থাকেন গান্ধি পরিবারের সদস্যরা। এর আগেও সেখানে ভর্তি হয়েছেন সোনিয়া। ২০১৭ সালে সেখানেই তার কাঁধে অস্ত্রোপচার হয়। সোনিয়ার অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি কংগ্রেস। তবে দলীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই অসুস্থ সোনিয়া।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জ্বর-শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, আপাতত স্থিতিশীল রয়েছেন

আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের অসুস্থ সোনিয়া গান্ধি। জ্বর-শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তবে তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। সোনিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

 সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে  পড়েন সোনিয়া গান্ধি। জ্বর ও  শ্বাসকষ্ট ছিলই, সেই সঙ্গে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় তাঁর। তারপরেই সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির  স্যার  গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

গত কয়েক বছর ধরেই বারংবার অসুস্থ হয়ে পড়ছেন সোনিয়া গান্ধি। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। গত জানুয়ারি মসে ভাইরাল  ফিবার নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। শ্বাসযন্ত্রের সংক্রমণ-সহ আরও কিছু শারীরিক জটিলতা ছিল। রাহুল গান্ধি এবং প্রিয়ঙ্কা গান্ধি ভারত জোড়ো যাত্রার মাঝপথে   দিল্লিতে ফিরে এসেছিলেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন, লোকসভায় রাহুল গান্ধির যেদিন বক্তব্য রাখার কথা ছিল, ওই দিন সংসদেই অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া।  তাঁকে  বাড়িতে রেখে এসেছিলেন রাহুল গান্ধি।

প্রসঙ্গত, এই গঙ্গারাম হাসপাতালেই সাধারণত চিকিৎসা করিয়ে থাকেন গান্ধি পরিবারের সদস্যরা। এর আগেও সেখানে ভর্তি হয়েছেন সোনিয়া। ২০১৭ সালে সেখানেই তার কাঁধে অস্ত্রোপচার হয়। সোনিয়ার অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি কংগ্রেস। তবে দলীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই অসুস্থ সোনিয়া।