সংকটে সোরেনের সরকার!জল্পনা চরমে

- আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃবিহারের পর এবার ঝাড়খণ্ডেও হতে পারে সরকার বদল! নির্বাচন কমিশনের তরফে হেমন্ত সোরেনকে পাঠানো রিপোর্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।উল্লেখ্য, ‘অফিস অফ প্রফিট’ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর অনুযায়ী, বিধায়ক পদ খারিজ করার জন্য রাজ্যপালকে নির্দেশ দেওয়া হয়েছে।এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যপাল।তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায় নি হেমন্ত সোরেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পদে থেকে নিজের নামে খনি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হেমন্তকে নোটিসও জারি করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবার জোর গুঞ্জন উঠেছে যে হেমন্তের বিধায়ক পদ খারিজ করতে চলেছে নির্বাচন কমিশন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজই এই সিদ্ধান্ত নিতে পারেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস।এমনকি হেমন্তের মুখ্যমন্ত্রী পদ আদেও থাকবে কিনা সেই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।