পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ভর্তি হাসপাতালে। একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে দমদমের তৃণমূল সাংসদের। উল্লখ্য, এদিন লোকসভা অধিবেশন চলাকালিন ‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত ।
আরও পড়ুনঃ শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ
বিষয়টির গুরুত্ব বুঝে তাঁকে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। তাঁকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।