পুবের কলম, ওয়েবডেস্ক: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হল অভিযুক্ত এক টোটোচালককে। রবিবার বাইশ বছর বয়সী সৌমিত্র রায় নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নদিয়ার রানাঘাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিউটাউনের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার অর্ধনগ্ন দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সূত্রের খবর, প্রথমে নাবালিকাকে ধর্ষণ করা হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তখন তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে ই–রিক্সায় করে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত টোটোচালক। কিন্তু তাকে বাড়ি নিয়ে যায়নি অভিযুক্ত। একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে সৌমিত্র। তারপর তাকে খুন করে জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। রবিবার এই ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করল পুলিশ।