পুবের কলম প্রতিবেদক: টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেশের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে অনেক অভিনন্দন। গত কয়েক বছর ধরেই মহিলা ক্রিকেটের উন্নয়নে সচেষ্ট বিসিসিআই। আশা করছি, আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে।’
ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের বিশ্বজয়। নিকি প্রসাদরা এদিন হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।