আপে নবীন-প্রবীণ সমন্বয়: দিল্লির দায়িত্বে সৌরভ, পঞ্জাবে সিসোদিয়া

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 186
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) ভরাডুবির পর এবার সংগঠন জোরদার করতে চাইছে অরবিন্দ কেজরিওয়াল। সেই মত দলের বড়সড় রদবদলের ঘোষণা করল আপ। দলের স্ট্র্যাটেজি ঠিক করতে দলের অন্দরে পরিবর্তন আনতে চাইছে আপ সুপ্রিমো। দিল্লি ইউনিটের সভাপতি করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে। আপের প্রবীণ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দিল্লিতে তরুণ, শিক্ষিত এবং উচ্চবর্ণের নেতাদের পদোন্নতির উপর বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরির দল। ক্ষমতায় থাকা একমাত্র পঞ্জাব রাজ্যের প্রতিও বিশেষভাবে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ।
আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের কাছে পর্যদস্তুর পর দিল্লি ইউনিটের প্রধান পদ থেকে বরখাস্ত করা হয় গোপাল রাইকে। এবার গুটরাটের ইউনিটের ইনচার্জ করা হল তাঁকে। ছত্তীশগড়ের দায়িত্বে আনা হয়েছে দলের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ সন্দীপ পাঠককে। এক আপ নেতা জানিয়েছেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জন্য অতিশী এবং ভরদ্বাজের মতো শিক্ষিত, তরুণ এবং উচ্চবর্ণের নেতাদের তুলে ধরতে চাইছেন। দিল্লি ইউনিটের সহ-আহ্বায়ক হিসাবে একজন দলিত এবং একজন মুসলিম থাকবে। কারণ পরাজয়ের পরেও দলের সঙ্গে উভয় সম্প্রদায় রয়ে গেছে।”