অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি সাংসদ থেকে বিধায়ক, জেলা সভাপতি থেকে পুরসভার চেয়ারম্যান সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আজ (১৫ মার্চ) ভারচুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন তারা।

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। এরপরই ৬ মার্চ সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: আজ Abhishek Banerjee-র মহাবৈঠক, যোগ দেবেন ৪,৫০০ নেতা

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder