উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শহরে ‘বিশেষ বাস’ পরিষেবা

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: আগামীকাল সোমবার থেকেই রাজ্যজুড়েই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে উপস্থিত হতে পারেন, সে-কথা ভেবেই আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে শহরে ‘পরীক্ষা স্পেশাল’ বিশেষ বাস পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
উল্লেখ্য, পরীক্ষার সূচি মেনে আগামী ৩ মার্চ থেকে ৮ মার্চ, ১০-১৩ মার্চ এবং ১৭, ১৮ মার্চ শহরের রাস্তায় বাসের বাড়তি পরিষেবা মিলবে বলে নবান্ন সূত্রে খবর। সকাল ৭টা ৪৫ মিনিট এবং ৮টা ১৫ মিনিট এই দুটি সময়ে নানা গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে। আবার পরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ এবং ১টা ৪৫ মিনিটে একইরকম বাস পরিষেবা মিলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সূচি। ওই সূচি অনুযায়ী, বালিগঞ্জ স্টেশন-এসপ্লানেড,ডানলপ-বালিগঞ্জ, ঠাকুরপুকুর-শিয়ালদহ রুটে বিশেষ বাস চলবে। পাশাপাশি গড়িয়া-হাওড়া এস-৫ রুটে এবং টালিগঞ্জ হয়ে এস-৭ রুটে দু’টি করে বিশেষ বাস মিলবে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি রুটে মিলবে ওই বাস পরিষেবা। বাসের পাশাপাশি কলকাতার বিভিন্ন ডিপো থেকে ছোট ছোট রুটে ট্রাম চালানো হবে বলেও পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder