পিছিয়ে পড়া সীমান্তবর্তী কিশোরীদেরকে শিক্ষার মূল স্রোতে ফেরাতে বিশেষ উদ্যোগ

- আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া কিশোরীদের জন্য বিনা ব্যয়ে বাংলাসহ ইংরেজি কোচিং এর বিশেষ উদ্যোগ নিল নর্থ ২৪ পরগনা সাম্য শ্রমজীবী সমিতি। স্বরূপনগরের বাবুরাস্তার মোড় সংলগ্ন এলাকায় নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হল শুক্রবার। সীমান্তবর্তী এলাকার মেয়েরা পাচারসহ পারিবারিক সমস্যা বা ,দারিদ্রতার কারণে শিক্ষা থেকে দূরে সরে যায়।এইসব মেয়েদের সমাজের মূল স্রোতে এনে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই উদ্যোগ বলে জানান নর্থ ২৪পরগনা সাম্য শ্রমজীবী সমিতির পরিচালক মনিকা সরকার ৷তিনি আরো বলেন তৎকালীন সময়ে অল্প বয়সেই আমার বিবাহ হয়। আমার মতো মেয়েদের জীবনের সমস্যা দূর করতেই এই উদ্যোগ৷ মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই তাকে দক্ষতা অর্জন করতে হবে।আর তার জন্য দরকার পরিপূর্ণ শিক্ষা ৷শুধু বাংলা ভাষা জানলেই হবে না, চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা খুবই জরুরী ৷ ইংরেজি সমস্যা দূরীকরণের লক্ষ্য নিয়ে স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের বিশেষভাবে চিহ্নিত করে পাঁচটি এলাকায় প্রতিটি সেন্টারে বিভিন্নভাবে পিছিয়ে পড়া ৩৫ জন কিশোরীকে চিহ্নিত করে বাংলা সহ বিশেষভাবে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ৷পাঁচজন দক্ষ শিক্ষককে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও মলয় ব্যানার্জি , স্বরূপনগর থানার প্রতিনিধি লক্ষণ সৌরেন, বাদুড়িয়া থানার প্রতিনিধি আব্দুর রউফ, শহিদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, সীমান্তের ১৫৩ ব্যাটেলিয়ানের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা৷ বর্তমান সময়ের প্রেক্ষিতে এই উদ্যোগকে স্থানীয়রা নর্থ ২৪ পরগণা সাম্য শ্রমজীবী সংস্থাকে সাধুবাদ জানান৷