কানাডায় এ আর রহমানকে বিশেষ সম্মান প্রদর্শন, রাস্তার নামকরণ তাঁর নামে, আবেগপ্রবণ সংগীতশিল্পী

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ কানাডার একটি রাস্তার নাম রাখা হচ্ছে অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক ‘এ আর রাহমানকে’ সম্মান জানিয়ে। দেশটির গ্রেটার টরন্টো এলাকার মারখাম শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে তার নামে।
এই ঘটনায় আবেগপ্রবণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, এমনটি ঘটবে তা আমি জীবনে কল্পনাও করিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে মার্কহামের মেয়র ফ্রাঙ্ক স্কারপিত্তি, কাউন্সেলর, ভারতীয় কনসুলেট জেনারেল ও কানাডার জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
এদিন আবেগতাড়িত হয়ে এ আর রহমান আরও লিখেন, ‘আমার নামের অর্থ “করুণাময়”, এটি সৃষ্টিকর্তার তথা আল্লাহর একটি গুণবাচক নামের মধ্যে একটি।’ তিনি আশা করেন, এটি কানাডায় শান্তি-সমৃদ্ধি আনবে।
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada 🇨🇦 🇮🇳 #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
এদিন তিনি সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে আরও লিখেছেন, “আপনাদের এই ভালবাসা আমাকে আরও অনেক ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। আমাকে ক্লান্ত হতে দেবে না। অবসর নিতে দেবে না আপনাদের ভালবাসা। যদি ক্লান্ত হয়েও পড়ি, মনে হবে অনেক কাজ করা বাকি আছে। অনেক মানুষকে জোড়া বাকি আছে। অনেক সেতু পেরনো বাকি আছে…”
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে ২০১৩ সালে কানাডার অন্টারিও প্রদেশে একটি সড়কের নামকরণ করা হয় তাঁর নামে। সেটির নাম রাখা হয়েছিল আল্লাহ রাখা রাহমান স্ট্রিট নামে।
প্রসঙ্গত, ১৯৯০ সালে ‘রোজা’ সিনেমার সংগীত পরিচালক হিসেবে পথচলা শুরু এ আর রাহমানের। এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর প্রাপ্তির ঝুলিতে নতুন সংযোজন এই সড়কের নামকরণ।
অস্কারবিজয়ী এই সংগীত পরিচালক তার নিজ দেশের জনগণকেও ধন্যবাদ জানাতে ভোলেন নি। বিশেষ করে, তার সহযোগীদের যারা তাকে সংগীত চর্চায় উৎসাহ দিয়েছেন।