সংকটের মাঝে চার নতুন মন্ত্রী নিয়োগ শ্রীলঙ্কায়

- আপডেট : ১৫ মে ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ নতুন চার মন্ত্রী নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। শনিবার নিজ দল পদুজানা পারামুনার চার সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি। এই চারজন গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন। নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে বিদেশমন্ত্রকে জি এল পেইরিস,পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দিনেশ গুনাবর্ধনে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রকে কাঞ্চা ওয়াইজেসেকরা এবং আরবান ডেভোলপমেন্ট অ্যান্ড হাউজিং মন্ত্রকে প্রসন্ন রানাতুঙ্গা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়া। রনিলকে প্রধানমন্ত্রী পদে নিয়োগকে শ্রীলঙ্কার বিরোধীদলসহ অধিকাংশ নাগরিক ভালোভাবে নেয়নি। তারা মনে করে রনিল রাজাপক্ষে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠদের একজন। নতুন মন্ত্রীদের নিয়োগের পর শ্রীলঙ্কার জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্ষমতাসীন দল এসএলপিপি। এদিকে বিক্রমাসিংহের নেতৃত্বে জোটে যোগ দেবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। তবে জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে দেশটির বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল। আগামী দিনে ক্যাবিনেট গঠনে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে।