চেন্নাই, ৯ ফেব্রুয়ারি: ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা। শনিবার আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে দেশটির নৌবাহিনী। ধৃতদের আইনি প্রক্রিয়ার জন্য শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার নিন্দা জানিয়েছে রামেশ্বরম মৎস্যজীবী সমিতি।
সূত্রের খবর, তামিলনাড়ুর রামেশ্বরম ও থাঙ্গাচিমাদাম থেকে দুটি নৌকা আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনীর জওয়ানরা। সেই নৌকা দুটিতে ছিলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। তাদের প্রত্যেককে গ্রেফতার করেছে দেশটি। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রামেশ্বরম থেকে ৪৭০টি নৌকা সমুদ্রে নামে। মৎস্যজীবীরা আইএমবিএলের কাছে মাছ ধরছিলেন। ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়লে তাদের ধাওয়া করে দেশটির নৌবাহিনীর একটি টহলদারী ইউনিট। দুটি নৌকা পাকড়াও করে তারা। দুটি নৌকায় থাকা ১৪ জনকে গ্রেফতার করেছে নৌবাহিনী।
Read More: পছন্দ করা পাত্রকে বিয়েতে অসম্মতি, কর্নাটকে কন্যাকে খুন বাবার
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা লঙ্ঘনের অভিযোগে রামনাথপুরমের মণ্ডপম এলাকার ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তারপর আইনি প্রক্রিয়ার জন্য তাদের মান্নার বন্দরে নিয়ে যাওয়া হয়। রামেশ্বরমের মৎস্যজীবীদের সংগঠন শ্রীলঙ্কার নৌবাহিনী কর্তৃক ভারতীয় জেলেদের ক্রমাগত গ্রেপ্তারের নিন্দা করেছে। কেন্দ্রীয় সরকারকে জেলেদের ও তাদের নৌকাগুলির মুক্তির জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। চলমান সমস্যা সমাধানে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তারা।