২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তিন বিদেশী দূতাবাস বন্ধ করে দিল শ্রীলংকা

ইমামা খাতুন
  • আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
  • / 8

পুবের কলম প্রতিবেদক : শ্রীলংকার অবস্থা খুব খারাপ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের জোট সরকারের ৪০ জনের বেশি এমপি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মঙ্গলবার শ্রীলংকার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা ঘোষণা করেছেন। বিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

 

পরিস্থিতি বিবেচনা করে নরওয়ে, ইরাক ও অস্ট্রেলিয়ায় তিনটি বিদেশী দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটের কারণে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে অন্তত ৪১ জন আইন প্রণেতা জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে মঙ্গলবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাসীন জোট সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শ্রীলঙ্কার বিরোধীরা রাষ্ট্রপতি রাজাপাকসের ডাকে ঐক্য সরকারে যোগদানের আমন্ত্রণকে “অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে দেশের খাদ্য, জ্বালানী এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির জন্য তার পদত্যাগ দাবি করেছেন তাঁরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন বিদেশী দূতাবাস বন্ধ করে দিল শ্রীলংকা

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক : শ্রীলংকার অবস্থা খুব খারাপ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের জোট সরকারের ৪০ জনের বেশি এমপি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মঙ্গলবার শ্রীলংকার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা ঘোষণা করেছেন। বিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

 

পরিস্থিতি বিবেচনা করে নরওয়ে, ইরাক ও অস্ট্রেলিয়ায় তিনটি বিদেশী দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সঙ্কটের কারণে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে অন্তত ৪১ জন আইন প্রণেতা জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে মঙ্গলবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাসীন জোট সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শ্রীলঙ্কার বিরোধীরা রাষ্ট্রপতি রাজাপাকসের ডাকে ঐক্য সরকারে যোগদানের আমন্ত্রণকে “অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে দেশের খাদ্য, জ্বালানী এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির জন্য তার পদত্যাগ দাবি করেছেন তাঁরা।