চরম সংকটে শ্রীলঙ্কা, ইস্তফা প্রধানমন্ত্রী পুত্র সহ ২৬ মন্ত্রিসভা সদস্যের

- আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমশই খারাপ হচ্ছে, শ্রীলঙ্কার পরিস্থিতি। চরম সংকটে পড়েছে অর্থনৈতিক সংকট। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে কারফিউ, জরুরি অবস্থা। শনিবারই ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে দেয় শ্রীলঙ্কা সরকার। কিন্তু বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী পদ থেকে মাহিন্দ্রা এবং প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়ার ইস্তফা চেয়ে রবিবারও রাস্তায় বিক্ষোভ চলে। প্রতিবাদের ঝড় তুলে সরব হয় পেরাডেনিয়ায় কলেজ পড়ুয়ারা। জ লকামান দেগে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছেন মন্ত্রিসভার ২৬ জন সদস্য। রবিবার গভীর রাত অবধি মন্ত্রিসভার বৈঠক চলে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সে দেশের শিক্ষামন্ত্রী। তবে প্রধানমন্ত্রী পদে থাকছেন মাহিন্দ্রা রাজাপক্ষই তবে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দার ছেলে নামাল রাজাপক্ষ। রবিবার রাতে টুইট করে
নিজের পদত্যাগের কথা জানিয়েছেন নামাল রাজাপক্ষে। মহিন্দা সরকারের যুব এবং ক্রীড়মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। প্রেসিডেন্টের সচিবকে সমস্ত পদ থেকে ইস্তফার কথা জানিয়ে দিয়েছি। এই মুহূর্ত থেকেই পদত্যাগ করছি। আশাকরি, আমার পদক্ষেপে দেশের নাগরিক এবং সরকারের মধ্যে স্থিতাবস্থা ফিরে আসবে। নিজের ভোটার, দল এবং হামবনথোটার নাগরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি।’
১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকট পার করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানিরও ক্ষমতা হারিয়েছে দেশটি। মারাত্মক অর্থনৈতিক ও জ্বালানিসংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ বাঁচাতে পর্যায়ক্রমে চলছে লোডশেডিং। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। এক অস্থির অবস্থার মধ্যে শ্রীলঙ্কা।