১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ওটিটি চ্যানেলের মালিক শাহরুখ! ‘ট্রিট দে ভাই’ আবদার সলমনের

মাসুদ আলি
  • আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্ক : শাহরুখ খানের মুকুটে নয়া পালক। বলিউড বাদশা(SRK) এবার আস্ত একটা ওয়েব প্ল্যাটফর্ম-এর মালিক। খুব শিগগিরিই বিনোদনে ভরপুর সেই ওটিটি চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি। আর মঙ্গলবার সেই সুখবর নেটদুনিয়ায় দিতে না দিতেই সলমন খানের (Salman Khan) আবদার, “ট্রিট দে ভাই।”আপাতত নিজের টুইটারে ‘অ্যানাউন্সমেন্ট পোস্টার’ শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন কিং খান ৷

নতুন পোস্টারে লেখা ছিল, ‘খুব তাড়াতাড়ি আসছে, এসআরকে+’ ৷ শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই নতুন অ্যাপ ৷ মঙ্গলবার এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, “ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে ৷ ” তাঁর এই পোস্ট শেয়ার করে সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান ৷ সলমন লেখেন , “আজকের পার্টি আমার তরফ থেকে শাহরুখ ৷ তোমার এই নতুন অ্যাপ ‘এসআরকে+’ এর জন্য অভিনন্দন ৷ ”

বলিউডের ‘বাদশা’কে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে। ‘জিরো’-য়। বক্স অফিসে ভাল ব্যবসা করেনি সেই ছবি। করোনাকালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে ওটিটি-তে।

পরিচালক অনুরাগ কাশ্যপ লেখেন, “স্বপ্ন সত্যি হল ৷ শাহরুখের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি তাঁর নতুন অ্যাপ ‘এসআরকে+’-এর জন্য ৷ ” শুধু অনুরাগ নন, শাহরুখের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন করণ জোহরও ৷ তিনিও এদিন লেখেন, “বছরের সবচেয়ে বড় খবর, শাহরুখ ওটিটির মুখটাই বদলে দেবে ৷ দারুণ উত্তেজিত !” শাহরুখকে আগামীতে পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে ৷ এই ছবি পর্দায় আসছে আগামি বছর ২৫ জানুয়ারি ৷

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ওটিটি চ্যানেলের মালিক শাহরুখ! ‘ট্রিট দে ভাই’ আবদার সলমনের

আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : শাহরুখ খানের মুকুটে নয়া পালক। বলিউড বাদশা(SRK) এবার আস্ত একটা ওয়েব প্ল্যাটফর্ম-এর মালিক। খুব শিগগিরিই বিনোদনে ভরপুর সেই ওটিটি চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি। আর মঙ্গলবার সেই সুখবর নেটদুনিয়ায় দিতে না দিতেই সলমন খানের (Salman Khan) আবদার, “ট্রিট দে ভাই।”আপাতত নিজের টুইটারে ‘অ্যানাউন্সমেন্ট পোস্টার’ শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন কিং খান ৷

নতুন পোস্টারে লেখা ছিল, ‘খুব তাড়াতাড়ি আসছে, এসআরকে+’ ৷ শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই নতুন অ্যাপ ৷ মঙ্গলবার এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, “ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে ৷ ” তাঁর এই পোস্ট শেয়ার করে সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান ৷ সলমন লেখেন , “আজকের পার্টি আমার তরফ থেকে শাহরুখ ৷ তোমার এই নতুন অ্যাপ ‘এসআরকে+’ এর জন্য অভিনন্দন ৷ ”

বলিউডের ‘বাদশা’কে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে। ‘জিরো’-য়। বক্স অফিসে ভাল ব্যবসা করেনি সেই ছবি। করোনাকালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে ওটিটি-তে।

পরিচালক অনুরাগ কাশ্যপ লেখেন, “স্বপ্ন সত্যি হল ৷ শাহরুখের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি তাঁর নতুন অ্যাপ ‘এসআরকে+’-এর জন্য ৷ ” শুধু অনুরাগ নন, শাহরুখের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন করণ জোহরও ৷ তিনিও এদিন লেখেন, “বছরের সবচেয়ে বড় খবর, শাহরুখ ওটিটির মুখটাই বদলে দেবে ৷ দারুণ উত্তেজিত !” শাহরুখকে আগামীতে পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে ৷ এই ছবি পর্দায় আসছে আগামি বছর ২৫ জানুয়ারি ৷