পুবের কলম প্রতিবেদক: কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ইমরান খানকে সম্মান দেখিয়ে নতুন দৃষ্টান্ত উপস্থাপন করতে চলেছে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। এর আগে ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পরের বছরে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান যান দুর্নীতি ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন। মূলত তার পর থেকেই জেলে বন্দি অবস্থায় রয়েছেন ইমরান খান। জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ১৪ বছরের জেলের সাজা পেয়েছেন তিনি। অথচ সেই ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পাক সরকার। জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ব্যাপারে গান্ডাপুর ক্রীড়া বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন সে-রাজ্যের মুখ্যমন্ত্রী আলি আমিন খান। সেখানেই স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব ওঠে। জানা গিয়েছে, অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রিসভার সামনে শীঘ্রই সেই প্রস্তাব উপস্থাপন করা হবে। এ ব্যাপারে সেই প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান বলেন, ‘স্টেডিয়ামে নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে। ইমরান খান পাকিস্তানের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম। আদর্শভাবে গদ্দাফি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে রাখা উচিত ছিল। সেটা না হওয়ায় আমরা নতুন করে এই উদ্যোগ গ্রহণ করেছি।’