জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ট্রেন ধরার সময় হুড়োহুড়ির জেরেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহতদের সঙ্গেসঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। রবিবার সকালে বাড়িমুখী যাত্রীদের ভিড় প্ল্যাটফর্মে এতটাই বেড়ে গিয়েছিল যে তা উপস্থিত পুলিশের নিয়ন্ত্রেণের বাইরে চলে যায়। এর জেরে পদপিষ্ট হন ১০ জন যাত্রী।
ট্রেন আসতেই ট্রেনে আগে ওঠার জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আহত যাত্রীদের বান্দ্রার ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপাবলি এবং ছটের উৎসব উদযাপনে বিপুল সংখ্যক এখন বাড়ি ফিরছেন। উত্তর প্রদেশ এবং বিহারের লক্ষ লক্ষ মানুষ কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তাঁদেরই একটা বড় অংশ এদিন বাড়ি ফিরছিলেন।
রবিবার সকালে ট্রেনটি প্ল্যাটফর্মে দেরি করে আসার কারণেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সাধারণ বগিতে ওঠার জন্য মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে ধাক্কাধাক্কা শুরু হয়ে যায়। এর জেরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।