পুবের কলম প্রতিবেদক : বিষয় অনুযায়ী সরকারি স্কুলের পর্যাপ্ত শিক্ষক নিয়োগের সুপারিশ করল স্কুল শিক্ষা বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। এছাড়া সরকারি স্কুলে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে নির্দিষ্ট অনুপাত বজায় রাখার বিষয়েও আলোকপাত করল এই কমিটি।
গত চার বছর ধরে এই বিষয় নিয়ে সমীক্ষা চালানো হচ্ছে। কমিটির বক্তব্য দীর্ঘদিন ধরে বীরভূম, হুগলি, নদীয়া ইত্যাদি জেলার সরকারি স্কুলগুলিতে দেখা যাচ্ছে যেখানে সায়েন্সের ভালো শিক্ষক আছে সেখানে ওই বিভাগের পড়ুয়া নেই। আবার কোথাও ভালো পড়ুয়া থাকলে সেই বিষয়ে পড়ানোর মতো শিক্ষকের অভাব রয়েছে। তাই সমস্ত স্কুলে সামঞ্জস্য রেখে সায়েন্স এবং আর্টস বিভাগে শিক্ষক রাখার জন্য আর্জি জানিয়ে রিপোর্ট জমা দিয়েছে বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি।
স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হাওড়ার বিধায়ক কালিপদ মন্ডল জানান এই বিষয়ে সরকারকেই উদ্যোগ নিতে হবে যাতে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যার অনুপাত কমে না যায়। বিভিন্ন ভালো স্কুলে ভালো শিক্ষক থাকলেও সেখানে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়ার অভাব আছে বলে মনে করছেন কালিপদবাবু। এছাড়া
রাজ্যে ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের চাহিদা যে ক্রমশঃ বাড়ছে সেকথারও উল্লেখ করেছে তাদের রিপোর্টে।