বন্ধু বিরাটের পাশে দাঁড়িয়ে বিশেষজ্ঞদের সপাটে দিলেন রোহিত

- আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: একেবারেই ফর্মে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর কোহলিকে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন। কেউ বলছেন বিরাট কোহলিকে অযথা বয়ে নিয়ে বেড়ানো হচ্ছে, কেউ বলছেন টি-টোয়েন্টি দলে বিরাটের আর থাকার কোন প্রয়োজন নেই। কেউ আবার বলছেন প্রভাব খাটিয়ে বিরাট নাকি দলে রয়ে গিয়েছেন। আর এই সমস্ত যুক্তি খন্ডন করে সেই সমস্ত বিশেষজ্ঞদের এক হাত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাঠে বিরাট যে তার কত বড় বন্ধু সেটা প্রমাণ করলেন রোহিত।
রোহিতের স্পষ্ট বক্তব্য এখনই বিরাটকে বসানোর কোনও প্রশ্ন নেই। বিরাটের স্বপক্ষে যুক্তি দিয়ে রোহিত বলেন, ‘যারা বিরাট কোহলি সম্বন্ধে এই মন্তব্য করছেন তারা আগে বিরাট কোহলির মতো হয়ে দেখান। বিরাট কোহলি যে লেভেলের ক্রিকেটার তাতে তার ফর্ম ওঠানামা করতেই পারে। এটা একজন ক্রিকেটারের পক্ষেই হয়। ভারতীয় দলে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় তাদের শ্রেণী দেখে।
আপনি যখন কারো সম্বন্ধে মন্তব্য করছেন তখন আপনার জানা উচিত কোনও ক্রিকেটার সম্বন্ধে মন্তব্য করছেন, তার শ্রেণীটা কোন ধরনের? বিরাটের মত ক্রিকেটারের ফর্ম পড়তে পারে কিন্তু তার খেলার মান কখনো নামে না।’
একটা সময় নিজেও অফ ফর্ম এর মধ্যে দিয়ে গিয়েছেন রোহিত শর্মা।
সে প্রসঙ্গ উত্থাপন করে রোহিত বলেন, ‘ক্রিকেট খেললে সবারই ফর্ম খারাপ হয়। আমিও একসময় খারাপ ফর্ম এর মধ্যে দিয়ে গিয়েছি। তাই একজন বড় ক্রিকেটার এমন অফ ফর্মে থাকলে কি রকম মানসিক অবস্থা হয় সেটা আমি জানি। বিরাটের মত ক্রিকেটার এত বছর ধরে ভালো খেলে আসছে, তাকে শুধুমাত্র একটা দুটো সিরিজ বা এক দুটো বছর খারাপ খেলার অজুহাতে বাদ দেওয়া যায় না। আমরা যারা টিমের মধ্যে রয়েছি তারা ক্রিকেটারদের গুরুত্ব বুঝি।’
বিরাটের সমালোচনা যারা করছেন তাদের এক হাত নিয়ে রোহিত বলে দিলেন,’বাইরে থেকে অনেক কিছু বলা যায়, মাঠে এসে খেলে তারা বুঝিয়ে দিক কাকে বাদ দিতে হবে, কাকে বাদ দিতে হবে না। যে সমস্ত বিশেষজ্ঞরা বিরাটকে বাদ দেওয়ার কথা বলছেন এ সমস্ত বিশেষজ্ঞ কারা?আর এদের ক্রিকেট বিশেষজ্ঞ কে বানালো?’