১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটের পাশে দাড়িয়ে সাংবাদিকদের ধুয়ে দিলেন রোহিত শর্মা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 4

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামীকাল ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এসেছিল বিরাট কোহলিকে নিয়ে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিরাটের ব্যাট থেকে বেরিয়ে আসেনি বড় রান। যা নিয়ে সাংবাদিকরা রোহিত শর্মাকে প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ভারতীয় অধিনায়ক। তাকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে ক্যাপ্টেন এবং কোচ কি ভাবছেন? রোহিতের সাফ জবাব,’আপনারা কি চান বিরাট কোহলি আরো বেশি আত্মবিশ্বাসী হোক? তাহলে সাংবাদিকরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলাটা বন্ধ করুন। আমার মনে হয় পুরোটাই শুরু হয়েছে মিডিয়া থেকে। আপনারা মিডিয়া ব্যক্তিত্বরা যদি চুপ করে যান তাহলে সবকিছু ঠিকঠাক হবে।’

বিরাট কোহলির পাশে দাড়িয়ে রোহিত শর্মা জানালেন,’বিরাট দারুন ছন্দে আছে, সেটা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মঞ্চে ও আমাদের দলের একটা অংশ এবং একটা দশকেরও বেশি সময় ধরে বিরাট ভারতীয় দলের প্রতি দারুন শ্রদ্ধাশীল। তাই আমার মনে হয় ওকে নিয়ে এত কথা বলার কোন প্রয়োজন নেই। বিরাট জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। তাই ওকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। আপনারা, মিডিয়া ব্যক্তিত্ব বিষয়টি নিয়ে কথা বললে সেটা বিরাট এর জন্য আরো অস্বস্তিকর তাই আপনারা চুপ করে গেলেই বিরাট কোহলি ছন্দে ফিরে যাবে। আমি জানি ওর ব্যাগ থেকে সেঞ্চুরি আসেনি দীর্ঘ সময়, কিন্তু ওর ব্যাগ থেকে বেরিয়ে এসেছে হাফসেঞ্চুরি, এমনকি দক্ষিণ আফ্রিকায় কঠিন পরিস্থিতিতেও বিরাটের ব্যাট থেকে দুটো গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তাই ও জানে কোন ম্যাচ কিভাবে সামলাতে হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটের পাশে দাড়িয়ে সাংবাদিকদের ধুয়ে দিলেন রোহিত শর্মা

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামীকাল ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এসেছিল বিরাট কোহলিকে নিয়ে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিরাটের ব্যাট থেকে বেরিয়ে আসেনি বড় রান। যা নিয়ে সাংবাদিকরা রোহিত শর্মাকে প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ভারতীয় অধিনায়ক। তাকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে ক্যাপ্টেন এবং কোচ কি ভাবছেন? রোহিতের সাফ জবাব,’আপনারা কি চান বিরাট কোহলি আরো বেশি আত্মবিশ্বাসী হোক? তাহলে সাংবাদিকরা বিরাট কোহলিকে নিয়ে কথা বলাটা বন্ধ করুন। আমার মনে হয় পুরোটাই শুরু হয়েছে মিডিয়া থেকে। আপনারা মিডিয়া ব্যক্তিত্বরা যদি চুপ করে যান তাহলে সবকিছু ঠিকঠাক হবে।’

বিরাট কোহলির পাশে দাড়িয়ে রোহিত শর্মা জানালেন,’বিরাট দারুন ছন্দে আছে, সেটা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মঞ্চে ও আমাদের দলের একটা অংশ এবং একটা দশকেরও বেশি সময় ধরে বিরাট ভারতীয় দলের প্রতি দারুন শ্রদ্ধাশীল। তাই আমার মনে হয় ওকে নিয়ে এত কথা বলার কোন প্রয়োজন নেই। বিরাট জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। তাই ওকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। আপনারা, মিডিয়া ব্যক্তিত্ব বিষয়টি নিয়ে কথা বললে সেটা বিরাট এর জন্য আরো অস্বস্তিকর তাই আপনারা চুপ করে গেলেই বিরাট কোহলি ছন্দে ফিরে যাবে। আমি জানি ওর ব্যাগ থেকে সেঞ্চুরি আসেনি দীর্ঘ সময়, কিন্তু ওর ব্যাগ থেকে বেরিয়ে এসেছে হাফসেঞ্চুরি, এমনকি দক্ষিণ আফ্রিকায় কঠিন পরিস্থিতিতেও বিরাটের ব্যাট থেকে দুটো গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তাই ও জানে কোন ম্যাচ কিভাবে সামলাতে হয়।