পুবের কলম ওয়েবডেস্ক: সাইবার ক্রাইম প্রতিরোধ বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সে কথা তুলে ধরেন। সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও বৃদ্ধি পাচ্ছে সাইবার প্রতারণা। ডিজিটাল প্রতারকদের নিত্য নতুন পাতা ফাঁদে নাজেহাল সাধারণ মানুষ। প্রলোভন, ব্ল্যাকমেইল অথবা ডিজিটাল অজ্ঞানতার সুযোগ নিয়ে সিঁদ কাটছে তারা। কষ্টার্জিত উপার্জন হাতিয়ে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে মানুষকে।
এই ধরনের ডিজিটাল অপরাধ প্রতিরোধে রাজ্য পুলিশের বিশেষ উদ্যোগ- অপারেশন ‘সাইবার শক্তি’। সুপ্রতীম সরকার বলেন, সম্প্রতি রাজ্যে কয়েকশো সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। তদন্তে নেমে আমরা দেখি, পশ্চিমাঞ্চলের একটি নির্দিষ্ট অঞ্চল থেকেই সাইবার প্রতারণার অভিযোগ আসছে। সেই সূত্রে টানা এক মাস তদন্ত চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এডিজি জানান, সাইবার জালিয়াতির নেপথ্যে রয়েছে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং। এরা মূলত ঝাড়খণ্ড সংলগ্ন এরাজ্যের বীরভূম, আসানসোল, চন্দননগর, পূর্ব বর্ধমান ও হুগলির একাংশে ঘাঁটি গেড়ে এই প্রতারণা চালাচ্ছিল। ধৃতরা বিভিন্ন জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি ভাড়া নিত। সেখানে বসে প্রতারণা করত। তারপরই গা ঢাকা দিত।
পাশাপাশি কীভাবে জালিয়াতরা পুলিশের জালে ধরা পড়ল- সে সম্পর্কে সুপ্রতীম সরকার ব্যাখ্যা করে বলেন, সাইবার ক্রাইমের দক্ষ অফিসারদের নিয়ে অপারেশন সাইবার শক্তি গড়ে তোলা হয়েছিল। ১০টি টিম গঠন করা হয়। ওই টিমের সদস্যরা টানা ১ মাস ধরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে গোপনভাবে নজরদারি চালাচ্ছিলেন। তারই ভিত্তিতে ১৫ দিন আগে বীরভূমের খয়রাশোল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে একে একে চক্রের বাকিদের গ্রেফতার হয়েছে। ধৃতদের কাছ থেকে ৮৪টি ফোন, ৮৪টি সিমকার্ড, ২টি ল্যাপটপ, শ’খানেকের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
জানা গেছে, রাজ্য পুলিশের এই সাফল্যের ফলে মাসখানেকের মধ্যে পাওয়া ২৫০টি অভিযোগের ৯০ শতাংশ সমাধান হয়ে গিয়েছে। নামী সংস্থার নাম ভাঁড়িয়ে এরা গ্রাহকদের মেসেজে টোপ দিত। সেই মেসেজের লিঙ্কে ক্লিক করলেই প্রতারণার ফাঁদে পড়তেন গ্রাহক। একইভাবে কাউকে গ্যাসে ভর্তুকি দেওয়ার নাম করে মেসেজ পাঠিয়েও লিঙ্কের মাধ্যমে প্রতারণা করত। ভুয়ো চাকরি, ভুয়ো বিনিয়োগ, সেক্সটরশন-সহ একাধিকভাবে মানুষকে প্রতারিত করা হত। গোয়েন্দাদের পরামর্শ, অচেনা লিঙ্কে ক্লিক করার আগে ভাল করে যাচাই করে নিন। যাতে সাইবার প্রতারকদের খপ্পরে না পড়েন।