১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পরিস্থিতি সামলাতে মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্য পুলিশের DG

চামেলি দাস
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার
  • / 24

পুবের কলম, প্রতিবেদক: ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ-আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সম্প্রতি কেন্দ্রে পাস হওয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে ফের নতুন করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান একাকা উত্তাল হয়ে ওঠে। অশান্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে দফায় দফায় ঝামেলায় জড়িয়ে পড়ে পুলিশ এবং বিএসএফ জওয়ান। গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনার পারদ চরমে ওঠে। অশান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে রুট মার্চ শুরু করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। শনিবার এলাকার অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এ দিন সকালেই ডিজি রাজীব কুমার বলেছিলেন, ‘সরকারের দিক থেকে স্পষ্ট বলা আছে কোনওরকম গুন্ডাগিরি বরদাশ্ত করা যাবে না। আমরা শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করছি। কোনও গুজবে কান দেওয়া যাবে না। অশান্তি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখন প্রথম কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।’ এ দিন ডিজিপি স্পষ্ট জানান, মানুষ ভয় বা উদ্বেগ থেকে আইন নিজেদের হাতে তুলে নেয়। কিন্তু গুজব ছড়ালে সেখানে উপস্থিত পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের কাজ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা। সমস্যা মিটলে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুন: আমাদের রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না: মমতা

অন্যদিকে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ‘পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সুতিতে সুজার মোড়, সামশেরগঞ্জে ডাক বাংলো মোড়ের অশান্তি ভয়ানক চেহারা নেয়। রাস্তা অবরোধ হয়, পুলিশ হস্তক্ষেপ করে। তারপরই পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ অনেকক্ষণ থেকে সংযত ছিল। মিনিমাম থেকে ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করা হয়। লাঠি, গ্যাস সবরকম চালানো হয়। কিন্তু, জনতা আরও হিংসাত্মক হয়ে ওঠে।’ পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদে অশান্তিতে এখনও পর্যন্ত ১১৮ জন গ্রেফতার হয়েছে। অশান্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী।

আরও পড়ুন: রাজ্যে মমতা না থাকলে নয়া ওয়াকফ আইন চালু হয়ে যাবে: ফিরহাদ

পুলিশ সূত্রের খবর, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার সকাল থেকে গুজবের জেরে  অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের সুতির সুজা মোড় ও ডাকবাংলো মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তারপরেই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, জাতীয় সড়ক অবরোধের পরে পুলিশের উপর হামলায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি সম্পত্তি। অগ্নিসংযগ করা হয় সরকারি বাস এবং পুলিশের গাড়িতে। এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় শুক্রবার বিকালে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় বলে জানান রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিস্থিতি সামলাতে মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্য পুলিশের DG

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, শনিবার

পুবের কলম, প্রতিবেদক: ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ-আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সম্প্রতি কেন্দ্রে পাস হওয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে ফের নতুন করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান একাকা উত্তাল হয়ে ওঠে। অশান্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে দফায় দফায় ঝামেলায় জড়িয়ে পড়ে পুলিশ এবং বিএসএফ জওয়ান। গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনার পারদ চরমে ওঠে। অশান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে রুট মার্চ শুরু করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। শনিবার এলাকার অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এ দিন সকালেই ডিজি রাজীব কুমার বলেছিলেন, ‘সরকারের দিক থেকে স্পষ্ট বলা আছে কোনওরকম গুন্ডাগিরি বরদাশ্ত করা যাবে না। আমরা শক্ত হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করছি। কোনও গুজবে কান দেওয়া যাবে না। অশান্তি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখন প্রথম কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।’ এ দিন ডিজিপি স্পষ্ট জানান, মানুষ ভয় বা উদ্বেগ থেকে আইন নিজেদের হাতে তুলে নেয়। কিন্তু গুজব ছড়ালে সেখানে উপস্থিত পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের কাজ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা। সমস্যা মিটলে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুন: আমাদের রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না: মমতা

অন্যদিকে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, ‘পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সুতিতে সুজার মোড়, সামশেরগঞ্জে ডাক বাংলো মোড়ের অশান্তি ভয়ানক চেহারা নেয়। রাস্তা অবরোধ হয়, পুলিশ হস্তক্ষেপ করে। তারপরই পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ অনেকক্ষণ থেকে সংযত ছিল। মিনিমাম থেকে ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করা হয়। লাঠি, গ্যাস সবরকম চালানো হয়। কিন্তু, জনতা আরও হিংসাত্মক হয়ে ওঠে।’ পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদে অশান্তিতে এখনও পর্যন্ত ১১৮ জন গ্রেফতার হয়েছে। অশান্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী।

আরও পড়ুন: রাজ্যে মমতা না থাকলে নয়া ওয়াকফ আইন চালু হয়ে যাবে: ফিরহাদ

পুলিশ সূত্রের খবর, ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার সকাল থেকে গুজবের জেরে  অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের সুতির সুজা মোড় ও ডাকবাংলো মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তারপরেই বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, জাতীয় সড়ক অবরোধের পরে পুলিশের উপর হামলায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি সম্পত্তি। অগ্নিসংযগ করা হয় সরকারি বাস এবং পুলিশের গাড়িতে। এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় শুক্রবার বিকালে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় বলে জানান রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।